আত্মসুখ খুঁজে পাওয়া
নীলা তখন উচ্চস্বরে হেসে উঠলো, ঠিক আজ থেকে এক যুগ আগের সেই প্রেমিকার মতো। ও তো সত্যিকারের প্রেমিকাই রয়ে গেছে শুধু শুধুই মাঝখান থেকে আমি সত্যিকারের প্রেমিক হতেই ভুলে গেয়েছিলাম।
নীলা হাসছে, তার সাথে হাসছে ঘরের দেয়ালটা, ছবির ফ্রেমটা দেখি একটু দুলে দুলে হাসছে, বারান্দার সিল্কের পর্দাটা খুব জোরে বাতাসে দুলছে। বারান্দার নয়নতারা ফুলের গাছটা হাওয়ার তালে তালে হাসছে, নীলার হাসির সাথে। নীলার এ হাসি চিরকালের হোক, এই কামনা রইলো।