Posts

গল্প

ভালোবাসার পরীক্ষা প্রত্যেক দিন দিতে হয়।

August 28, 2024

Deba Mondal

Translated by অনুবাদক

70
View

মানুষ প্রেম ভুলে যেতে পারে, ভালোবাসাও ভুলে যেতে পারে। কিন্তু অভ্যাস, অভ্যাসের মায়া কেউ ভুলতে পারে না। অভ্যাস এমন একটা জিনিস,যেটা তুমি চাইলেও মন থেকে আলাদা করতে পারবে না। তুমি অভ্যাস টাকে যত ভোলার চেষ্টা করবে। তত বেশি মনে পড়বে।

তাই কোন জিনিস ভোলার চেষ্টা করা মানে বৃথা। আমরা যাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। তাঁরাই সব সময় দূরে চলে যায়। মনকে বারবার জিজ্ঞাসা করি। কেন এমনটা হয়,, ভালোবাসার মানুষটাকে কি এই ভাবেই হারিয়ে ফেলতে হবে।‌‌তাঁর স্মৃতি গুলো ভোলা যায় না।

 প্রত্যেক দিন না জানি কতোই না ভালোবাসা এই ভাবেই হারিয়ে যায়। কারুর ভালোবাসা হারিয়ে যায় টাকার কারনে। কারুর হারিয়ে যায় রুপের কারনে,, কারুর অথবা সামাজিক কারনে।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌দশ কথার এক কথা হল। ভালোবাসার পরীক্ষা প্রত্যেক দিন দিতে হয়। আমাদের মতো মানুষের।

Comments

    Please login to post comment. Login