পোস্টস

কবিতা

মূল্যহীন অস্তিত্ব (প্রিমিয়াম)

২৯ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

মূল্যহীন অস্তিত্ব

লিংকন
০১/৯/ ২২

তোমার ছাদবাগানে এখন,
কাকদের আর চিৎকার নেই!
প্রধান ফটকের বাহিরে নেই,
বেওয়ারিশ কুকুরের ঘেউঘেউ শব্দ !
ডাস্টবিনের গন্ধ নেই!
নেই মশা-মাছির অত্যাচার!

নিরব, নিস্তব্ধ, শান্ত চারদিক!

তোমার বাগানে এখন ঘুঘুপাখির গান,
শালিকের আনাগোনা!
দোয়েল চড়ুই উঁকি দেয়
গ্রীলের ফাঁক দিয়ে!
প্রস্ফুটিত শিউলী বকুল!
সেখানে মৌঁমাছির অভিসার!
দেবদারু গাছে ঝিরঝির বাতাস!
একুরিয়ামে লাল-নীল মাছের খেলা!

সেখানে আমার অস্তিত্ব মূল্যহীন!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।