স্তব্ধ আমি
""""""""""""""""""""""
লিংকন
চারদিকে রক্ত,
চারদিকে লাশ,
মানবতা আর মনুষ্যেতর
আজ হয়েছে সর্বনাশ।
চিৎকার আহাজারি,
পুড়ে ঘরবাড়ি,
অনাহারেও মানুষ মরে
রক্ত লাল নদী।
ওদিকে মৃত্যুভয়
এদিকে চোখ রাঙানি
মাঝখানে জীবনের
চলছে ছটফটানি।
কেমন করে মানুষ ওরা
সহ্য করে আছে,
মুসলমান বলে কি ওদের
শুধুই মরতে হবে?
বার্মা বলো কাশ্মীর বলো
কিংবা ফিলিস্তিন,
মুসলিম মারে ওরা জনে জনে
বাদ নেই তো কোনদিন!
বিশ্ব নেতারা চুপ কেনো আজ
কেনইবা দেখেনা তারা,
তারা তো মানুষ ভাই,
নয়তো পশু ওরা।
বিশ্বে যখন গরু মহিষ
কিংবা হাতি মরে
ওদের চিৎকারে যায় না থাকা
কান ঝালাপালা করে।
এসব দেখে স্তব্ধ আমি,
হয়েছি বাক্য হারা
কেমন করে লিখিবো আমি
আমিও হয়েছি সারা।
This is a premium post.