মানুষ?
""""""""""""""
লিংকন
আমিও তো মানুষ ভাই
রক্তে মাংসে গড়া,
আমারও কাম ক্রোধ আছে
আছে লোভ লালসা।
পশুরও তো আছে জানি
আমার আছে যা,
মিটায় তারা যখন তখন,
সবার সামনেই তা।
আল্লাহ মোরে দিয়েছেন বিবেক,
দেয়নি পশুর মাঝে,
তাইতো ভাই মানুষ আমি,
আশরাফুল মাখলুকাত।
মানুষ হয়েও পশুর মতোন
বিকৃত মন নিয়ে
দেহের ক্ষুধা মেটায় এখন
পার্কে বনে কিংবা বদ্ধ ঘরে।
কেউবা আবার ধর্ষন করে
শিশু আর ষাটোর্ধ বৃদ্ধারে,
পশুর মতোন আচরন তার
মানুষ বলি কেমন করে?
৩১/০৮/২০১৭
This is a premium post.