পোস্টস

কবিতা

এখনো তুমি কেমন করে! (প্রিমিয়াম)

২৯ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

এখনও তুমি কেমন করে

লিংকন
২৪/০৮/২০২৪

এখনও তুমি কেমন করে-
স্বৈরাচারের গান গাও?
এখনও তুমি কেমন করে-
গুজব ছড়িয়ে দাও?
এখনও তুমি কেমনে বলো-
আগেই ছিলাম ভালো!
কেমন করে বলো তুমি-
কালোই মোদের আলো!

হাজার হাজার মারলো ওরা
ছাত্র জনতা!
চালালো গুলি বুকে মাথায়
করলো গনহত্যা!

বিডিআর বিদ্রোহের আঁড়ালে তারা
মারলো দেশের সেনা!
সেদিন থেকে সার্বভৌম গেলো
পেলাম মেকী স্বাধীনতা!

এমনি করে গনহত্যা
করেই গেছে তারা!
ভেবেছিলো মারবে বাঙালি
করবে সর্বহারা!

কতো লোককে করলো গুম
আয়নাঘরে নিয়ে!
কত ঘর যে হারালো স্বজন
তাদের যুলুমে!

উন্নয়নের ধোঁয়া তুলে
করলো অনেক ঋন!
দেশের টাকা পাঁচার করে
নাচে তাকধিনাধিন ধিন!

বাক অধিকার ছিলো না মোদের
ছিলাম চুপটি করে!
কথা যারা বলতো তাদের
ধরতো টুটি চেঁপে!

সিন্ডিকেট করে তারা
বাড়াতো পণ্যের দাম!
নাভিঃশ্বাস উঠতো মোদের
ছুটতো গায়ের ঘাম!

ব্যাংকগুলোকে করলো শেষ
চেটেপুটে খেয়ে!
রিজার্ভ শুণ্য করে তারা
পালালো অবশেষে!

দেশের স্বাধীনতা বিকিয়ে দিলো
ভীনদেশীদের কাছে!
তারা মোদের-
আকাশ বাতাস সবই নিছে
স্বাধীন মোরা মিছে!

তারপরেও তুমি কেমন করে-
গাও স্বৈরাচারের গান!
কেমন করে করো তুমি
ভালো

এটি একটি প্রিমিয়াম পোস্ট।