Posts

কবিতা

অস্তমিত স্বাধীনতা (Premium)

August 29, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

অস্তমিত স্বাধীনতা

লিংকন
১২/০৫/২০০৪

আর কতো -
চেতনা জাগ্রত হলে
কলোনি হবে দেশ!

আর কতো অন্ধ হলে,
জাগবে বাংলাদেশ!

লাখো শহিদের রক্তে গড়া
মোদের মাতৃভূমি!
কেমন করে পড়াও তাকে
গোলামীর শিকলখানি!

জাগো বাঙালী জাগো!
তোরা সব- ধরো দেশের হাল!
এই স্বাধীনতা হারিয়ে গেলে
আর পাবে না কোন কাল!

ধিরেধিরে ওরা খাচ্ছে গিলে
আমার স্বাধীনতা-

আমার আকাশ গেছে!
বাতাস গেছে!
নদী গেছে!
থেমে গেছে সাগরেরও বহতা!
এখন খাবে ভূমি আমার!
- খাবে মানচিত্র!
চলছে তারই নীল-নকশা!

উঠো বাঙালী উঠো!
ভীরু কাপুরুষতার পোশাক ছেড়ে
এবার জেগে উঠো!

এদেশে নেই কি আর -
বীরের অবশিষ্ট ?
ওহে! বাংলামায়ের দামাল ছেলেরা
এবার মেরুদন্ড সোজা করো!

দেশের আকাশ কালোমেঘে ছাওয়া,
এখনও কি জাগবে না বুঝি !
কেমন করে থাকো ঘুমে,
এতোই কি নিকৃষ্ট তুমি!

বাংলা মা তাকিয়ে আছে
তোমার পানে চেয়ে!
বুকে তার রক্তের ক্ষরণ,
কান্নার ঢেউ তোলে!

দেশের ঋন সুধিতে হবে
শুধিতে হবে- রক্তের দাম!
তবেই আবার হাসবে বাংলা
এটাই হোক মোদের শিরঃনাম!

( এখন সেই বীরেরা জেগেছে,,,)

This is a premium post.

Comments

    Please login to post comment. Login