Posts

কবিতা

কবিতা ০০০২: যদি ভালোবাসা পাই

August 29, 2024

তারিক হোসেন

23
View

যদি ভালোবাসা পাই

যদি ভালোবাসা পাই,
আমি এনে দেবো সাম্য, 
পৃথিবীর বুকে থাকবে না কোন বৈষম্য।

যদি ভালোবাসা পাই,
আমি রুখে দিব যুদ্ধ, 
পৃথিবীর বুকে থাকবে না কোন শত্রু।

যদি ভালোবাসা পাই,
আমি রুখে দেবো দুর্নীতি, স্বজন প্রীতি, 
হবে মেধার মুক্তি।

যদি ভালোবাসা পাই,
আমি রুখে দিব স্বৈরাচার, ফ্যাসিবাদী, 
জয় হবে গণতন্ত্রের।

যদি ভালোবাসা পাই,
আমি সব জায়গায় প্রতিষ্ঠা করব সত্য, 
থাকবে না কোন মিথ্যা।

যদি ভালোবাসা পাই, 
আমি সবার জন্য এনে দিব স্বাধীনতা, 
এ পৃথিবীতে থাকবে না কোন পরাধীনতা।

যদি ভালোবাসা পাই,
আমি হাতের তুরিতে বন্ধ করে দিব
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

যদি ভালোবাসা পাই,
আমি এখনি করে দিব
ফিলিস্তিন ইজরাইল দ্বিরাষ্ট্র।

যদি ভালোবাসা পাই, 
আমি অবলিলায় ঠেকিয়ে দিব
তৃতীয় বিশ্বযুদ্ধ।

যদি ভালোবাসা পাই,
আমি এনে দিবো মহাসাগরের সবচেয়ে বড় ঝিনুকের
সবচেয়ে বড় মুক্তা।

যদি ভালোবাসা পাই,
আমি এনে দিবো সুনীল গঙ্গোপাধ্যয়ের 
সেই ১০৮ টি নীল পদ্ম।

যদি ভালোবাসা পাই,
আমি একদিনে লিখে দিব 
সাত সাতটি মহাকাব্য।

যদি ভালোবাসা পাই,
আমি মঙ্গল গ্রহ থেকে এনে দিবো 
তোমার জন্য লাল ডায়মন্ড।

যদি ভালোবাসা পাই,
তোমার হাতে এনে দিব 
সাত সাতটি বেহেস্ত।

যদি ভালোবাসা পাই, 
আমি পৃথিবী থেকে তুলে নিব, 
দারিদ্র অন্যায় অত্যাচার।

যদি ভালোবাসা পাই, 
তোমার গলায় পড়াবো, 
আটটি গ্রহের মালা, মাঝখানে রক্তিম সূর্য।

যদি ভালোবাসা পাই, 
আমি ফুলে ফলে ভরিয়ে দেবো এ পৃথিবী,
যেন জান্নাতের বাগান।

যদি ভালোবাসা পাই, 
আমি তোমার মনের মত করে সাজিয়ে দিব, 
সারা পৃথিবী।

শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা দাও। 
ঘৃণা নয় ভালোবাসা।
যতটুকু ভালোবাসা দিবে, তারচেয়ে অনেক অনেক বেশি আমি তোমায় দিব।

Comments

    Please login to post comment. Login