রক্তিম প্রভাত
লিংকন
শুকনো পাতার মতো একে একে
খসে পড়ছে বছরগুলো!
জেগে উঠছে মৃতপ্রায় কঙ্কালসার দেহ!
রঙিন স্বপ্নরাজ্য আজ ক্ষয়ে ক্ষয়ে
ধুসরিত মলিন!
অস্পুস্ট স্বরে চলে বেঁচে থাকার তীব্র আকাঙ্খা!
দানবের তীক্ষ্ণ নখের আঁচড়ে রক্তাক্ত প্রান্তর!
কালোমেঘ ভেদ করে আসবে একদিন
রক্তিম প্রভাত!
আলোয় আলোয় ছেঁয়ে যাবে সোনালী ক্ষেত।
পাখীর গানের সূরে বইবে শীতল বাতাস!
তবে দুর হোক আছে যতো অনাচার!
This is a premium post.