পোস্টস

কবিতা

রক্তিম প্রভাত (প্রিমিয়াম)

২৯ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রক্তিম প্রভাত

লিংকন

শুকনো পাতার মতো একে একে
খসে পড়ছে বছরগুলো!

জেগে উঠছে মৃতপ্রায় কঙ্কালসার দেহ!

রঙিন স্বপ্নরাজ্য আজ ক্ষয়ে ক্ষয়ে
ধুসরিত মলিন!

অস্পুস্ট স্বরে চলে বেঁচে থাকার তীব্র আকাঙ্খা!

দানবের তীক্ষ্ণ নখের আঁচড়ে রক্তাক্ত প্রান্তর!

কালোমেঘ ভেদ করে আসবে একদিন
রক্তিম প্রভাত!

আলোয় আলোয় ছেঁয়ে যাবে সোনালী ক্ষেত।

পাখীর গানের সূরে বইবে শীতল বাতাস!

তবে দুর হোক আছে যতো অনাচার!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।