তুমি বিনা
লিংকন
৩০/০৮/২০২২
আচ্ছা, ভালো থেকো বললেই কি
- ভালো থাকা যায়!
কিংবা চিন্তা করো না! বললেই কি
- দুঃচিন্তাগুলো সব উবে যায়!
খেয়াল করে নিজের যত্ন নিও
- তাই কি কখনও হয়!
হয় না!
কারন তোমার শুণ্যতাগুলো তো
কাউকে দিয়ে পূরণ করার নয়!
তোমার স্পর্শগুলো, কাউকে দিয়ে কি
অনুভূত করা যায় ?
যায় না!
তোমার উপস্থিতি হৃদয়ে যে তোলপাড় তোলে!
তা তো অন্যদের বেলায় হয় না!
তোমায় নিয়ে যে স্বপ্নের জাল বোনা,
তা তো অন্যদের দিয়ে হয় না!
তোমার হাসিতে
আমার সুখের যে কপাটগুলো
এক এক করে খুলে যায়,
রক্ত শিরায়!
কই অন্যদের বেলায় তো এমন দেখি না!
তাহলে বলো -
- ভালো থাকি কেমন করে!
তুমি বিনা অনিয়মগুলোই যে আমার
নিয়ম হয়ে উঠে!
তাই আর ভালো থাকা হয় না!
হয় না নিজের যত্ন নেওয়া।
তুমি বিনা শুকনো পাতার মতোই ভঙ্গুর আমি।
This is a premium post.