পোস্টস

কবিতা

মানবতার কফিন (প্রিমিয়াম)

৩০ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

মানবতার কফিন
"""""""""""""""""""""""""""""""""
হায়রে মানবতা,
হায়রে বিবেক,
তুমি বড় নিষ্ঠুর বড়,
পাষান অবিবেচক।
দু'চোখ তোমার অন্ধ।
দু'কানে তোমার সীসে ঢালা।
তুমি দেখতে পাওনা,
অনাহার অনাদরে
বুকের পাঁজর
বেরিয়ে যাওয়া
ফুটপাতের ঘুমন্ত শিশুকে।
তুমি শুনতে পাওনা,
অনাহারীর ক্ষিধের জ্বালার
আত্ম চিৎকার।
অন্ন বস্ত্র বাসস্থানেরর মত
মৌলিক চাহিদা মেঠেনা যাদের,
তুমি দেখতেও পাওনা তাদের।
তুমি শুধুই এখন প্রহসন।
লজ্জাহীন শির তোলা,
এক মরদেহ তুমি।
হায়রে মানবতা হায়রে বিবেক,
তুমি থাক ওপারে,
বড় বড় অট্টালিকা পরে।
যেখানে শুধু বিলাসিতা
খেলা করে।
""""""""""""""""""""""" লিংকন।।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।