Posts

কবিতা

সময়ের ভাবনা

August 30, 2024

Sawpon Biswas

বোবা 

আমি নির্বিকার চেয়ে থাকি 
শূন্যে  অবলীলায় 
আমার কন্ঠনালী শুকিয়েছে 
ভালোবাসা দেখে 
চারপাশ ঘিরে আছেন আগে দেবী 
হয়তো অভিশপ্ত আমিও 
নির্ঘুম অপেক্ষা শুধু 
আসবে দানব। 
মুক্ত হবো সবুজের বুকে
দার আইলের বিছানায় 
দিব্যি থাকবো ঘুমিয়ে 
অসুরের বর একবার পেলে 
ভাঙবো দেবতার আস্তানা। 
মুক্ত মুক্ত শ্লোগানে এগিয়ে যাব
স্বর্গের নিশানায়
রাক্ষসের বরে তরবারি নিয়ে 
গুড়িয়ে সব প্রাচীর 
দখল করব সিংহাসন। 
এর পর বলব শুধু 
আমি সত্যি বোবা।
৩০/৮/২৪

Comments

    Please login to post comment. Login