বোবা
আমি নির্বিকার চেয়ে থাকি
শূন্যে অবলীলায়
আমার কন্ঠনালী শুকিয়েছে
ভালোবাসা দেখে
চারপাশ ঘিরে আছেন আগে দেবী
হয়তো অভিশপ্ত আমিও
নির্ঘুম অপেক্ষা শুধু
আসবে দানব।
মুক্ত হবো সবুজের বুকে
দার আইলের বিছানায়
দিব্যি থাকবো ঘুমিয়ে
অসুরের বর একবার পেলে
ভাঙবো দেবতার আস্তানা।
মুক্ত মুক্ত শ্লোগানে এগিয়ে যাব
স্বর্গের নিশানায়
রাক্ষসের বরে তরবারি নিয়ে
গুড়িয়ে সব প্রাচীর
দখল করব সিংহাসন।
এর পর বলব শুধু
আমি সত্যি বোবা।
৩০/৮/২৪