ওপার থেকে এসেছি আজ
বাঁচাতে জীবনখানি,
নিঃস্ব হয়ে রিক্ত হয়ে,
জীবন্ত লাশ হয়ে আমি।
আমারও তো ভাই ছিল
বোন ছিল
ছিল বাবা মা,
সবাইকে মেরেছে ওরা,
ওরা পশু ওরা জানোয়ার
বর্মী বৌদ্ধ সেনারা।
ঘরবাড়ি দিয়েছে পুড়ে,
মারছে মানুষ জনে জনে।
পা কেটেছে হাত কেটেছে,
কেটেছে পেট গলা,
মস্তকটাকে ছিন্ন করে,
বইছে রক্ত নালা।
নারী শিশুরাও পায় না রেহাই
তাদের হাত থেকে,
ধর্ষন খুন আর পানিতে চুবে
মেতেছে ওরা দানবীয় উল্লাসে।
স্তন কাটছে জরায়ু কাটছে,
বাঁশ রড দিচ্ছে যোনিপথে,
তিলে তিলে মারছে মোদের
অসহায়া মুসলিম মা বোনে।
এমন পরিস্থিতি ওখানে ভাই,
বাঁচার উপায় নেই।
তাইতো এই অসহায় আমি
হারিয়ে ফেলেছি খেই।
বিদ্ধস্ত আমি নাফ নদীতে,
জীবনের ঝুকি নিয়ে,
তোমার দেশে আসতে চেয়েছি,
মোদের বাঁচতে একটু দে।
ফেরত পাঠিয়ে দিলে মোদের
বাঁচবো কেমন করে,
মেরে ফেলবে বর্মী সেনারা
মোদের হাতে পেলে।
তোরাও মানুষ আমরাও মানুষ
মানবতা জাগ্রত করো,
কাঁটাতার আর নাফ নদী দিয়ে
কেনই বা ভাগ করো।
মানুষ হয়ে মানুষের পাশে
নাই বা যদি দাঁড়াও,
কেমনে তোমায় বলবো মানুষ,
বলতে কি ভাই পাও?
৩১/০৮/২০১৭