কেমন করে পারো তুমি!
লিংকন
৩১/০৮/২০১৯
কে তুমি!
আর আমিই বা কে!
অথচ দেখো কেমন যেনো একটা টান,
ঠিকই আসে হৃদয়ের গভীর হতে!
দেখা হলো না কোনদিন,
রাস্তার ধারে কোন টংপাতা
চায়ের দোকানে বেশি চিনি দেওয়া
মিষ্টি চা পান করাও হয়নি কোনদিন!
কিংবা প্রচন্ড ভ্যাবসা গরমের দিনে
ছইপাতা নৌকায় হাত ধরে
নদী বিলাসেও মাতিনি কোনদিন!
টিএসসি, নন্দনপার্ক, বোটানিক্যাল গার্ডেন,
শিশুপার্ক কিংবা চিড়িয়াখানা বসে খাইনি
পোলার কোম্পানির কোন আইসক্রিম,
ললিপপ, ঝালমুড়ি, আঁচাড়!
অথচ বিষন্ন সময়গুলো কেনো জানি
কাটতেই চায় না তোমায় ছাড়া।
তোমার নিঃশ্বাসের শব্দ
যেনো কানে আসে,
আগেব জড়ানো ভালোবাসা নিয়ে,
হৃৎস্পন্দনে শুনি প্রেমের গল্প।
তোমার সাথে আমার
তেমন পরিচয়ই নেই।
জলপাই গাছ থেকে ছোট জলপাই,
আমের ছোট কড়া কিংবা
তেতুল পেড়ে দেওয়ার মতো
নেই ছোট্টবেলার কোন মধুর স্মৃতি,
নেই লাল ফড়িংয়ের পিছনে
ভরদুপুরে দু'জনের ছুটোছুটি খেলা,
দাঁড়িয়াবান্ধা, বউছি, গোল্লাছুট
লুকোচুরি খেলাও হয়নি কোনদিন।
তবুও কেমন করে মিশে থাকো তুমি
মিশে থাকো আমার মনের গভীরে!
This is a premium post.