Posts

গল্প

করিডোরে রাত (Premium)

May 3, 2024

সৌবর্ণ বাঁধন

মনে হচ্ছিল বাকি করিডোর থেকে ওইটুকুন জায়গা আলাদা। একটা আপাত ব্যাখ্যা দাড় করালাম যে ওখানে একমাত্র একটি বৈদ্যুতিক বাল্বের আলো ছিল আর সামনের বড় প্রশস্ত খোলা জায়গা দিয়ে বাতাসের প্রবাহ হচ্ছিল। তাই হয়ত গুমোট ভাবটা ছিলোনা। কার্ল সাগান লিখেছিলেন- “The candle flame gutters. Its little pool of light trembles. Darkness gathers. The demons begin to stir।“। কথাগুলো মাথায় ঘুরপাক খেতে থাকল। তিনি অজ্ঞানতার কথা বলেছিলেন হয়ত। ভাবলাম অজ্ঞানতার জন্ম কি এরকম অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়? বিপদসংকুল পৃথিবীতে ভয়াবহ অন্ধকারের মধ্যে নিঃসঙ্গ আমাদের পূর্বপুরুষদের ও কি এমন অভিজ্ঞতা হতো!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login