Posts

কবিতা

গান ০০০৮: তোমার হাসি আমার ঘরে

August 31, 2024

তারিক হোসেন

গান ০০০৮: তোমার হাসি আমার ঘরে


(উংসগ: Taslimun Nesa কে বিবাহ বার্ষিকী উপলক্ষে)

পূর্ণিমার ওই আলোর মতো তোমার হাসি আমার ঘরে, 
পরুক ঝরে, পরুক ঝরে, পরুক ঝরে। ২
পরুক ঝরে, পরুক ঝরে,
তোমার হাসি আমার ঘরে।ঐ

তোমার হাসি ভালোবাসি, 
ভালোবাসি ভালোবাসি তোমার হাসি। ২ ঐ

সকাল বেলা প্রথম দেখায় পরুক ঝরে।
অন্ধকারে তিমির রাতে পরুক ঝরে।২
সুখের দিনে পরুক ঝরে 
দুঃখের পানে পরুক ঝরে। ২
পরুক ঝরে, পরুক ঝরে,
তোমার হাসি আমার ঘরে। ঐ

ভালোবাসায় পরুক ঝরে 
কাছে আসায় পরুক ঝরে। ২
বুকের মাঝে পরুক ঝরে 
মনের মাঝে পরুক ঝরে। ২
পরুক ঝরে, পরুক ঝরে,
তোমার হাসি আমার ঘরে। ঐ

তোমার হাসি আমার ঘরে ফুল ফোটাবে ,
সুবাস ছড়াবে, প্রনয়ে রং মাখাবে। ২ ঐ

Comments

    Please login to post comment. Login