পোস্টস

কবিতা

ভালোবাসা! (প্রিমিয়াম)

৩ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

সাধারন উক্তি আমার

লিংকন

এখনও কি ভালোবাস আমায়?
কোন অবশিষ্টাংশ আছে কি
ঐ মনের গহীনে,
আমার প্রতি যা ছিলো তোমার?
তুমি কি এখনো ঈর্ষায় ভুগো!
কিংবা কষ্ট পাও মনের অজান্তে,
অন্য কোথাও,
অন্যকোন খানে আমার উপস্থিতিতে!

না! তোমার ভালোবাসা পরিমাপ করার
কিংবা মাপকাঠি জানার,
দুঃসাহস আমার নেই!

তবুও খুব জানতে ইচ্ছে করে,
হিউম্যান বিহেভিয়ার বলে নাকি
একটা কথা আছে!
তাই!

আমি ভালোবাসি কি না জানি না,
তবে এটুকু বুঝি,
কাছে থেকেও তোমার অনুপস্থিতি
আমায় তীব্র পোড়ায়।
অন্যের সাথে হেসে কথা বলা,
আমার গায়ে আগুন জ্বালিয়ে দেয়,
অভিমানের সুপ্ত আগ্নেয়গীরি,
দাউদাউ করে জ্বলে উঠে
আমার ধমনি শিরায়।

অবশ্য তোমার নিজের প্রতি অবহেলাটা
আমায় প্রতিমুহূর্ত ভাবায়।
যখন রাত করে বাড়ি ফিরো কিংবা
বহুদূরে কোথাও চলে যাও,
দুঃচিন্তা চেপে ধরে আমায়,
তুমি ফিরে না আসা অব্ধি!

একে কি বলে?
আমার জানা নেই,
যদি ভালোবাসা বলে,
তবে এখনও ভালোবাসি তোমায়!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।