নীল শাড়ি
লিংকন
মেঘে কোলে তুমি দাঁড়িয়ে থেকো,
নীল শাড়ি গায়ে জড়িয়ে,
কপালে দিও গাঢ় লাল টিপ,
হাতে রংবেরং এর কাঁচের চুড়ি।
হাওয়ায় উড়িয়ে দিও,
শাড়ির আঁচল,
সবুজ প্রান্তরের শেষ সীমান্তে
তাকিয়ে দেখো তুমি,,,
সাদা অ্যারোবিয়ান ঘোড়ায় চড়ে
রাজকুমারের বেশে
কোমরে নাঙ্গা তলোয়ার ঝুলিয়ে
টগবগ টগবগ করে
হাওয়ার বেগে ছুটছি আমি
তোমার আকর্ষনে।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।