ইচ্ছে করে
"""""""""""""""""""
লিংকন
ইচ্ছে করে রোজ সকালে
রবির কিরোণ গায়ে মেখে,
তোমায় লিখি আলো দিয়ে
ভালোবাসার কথা বলে।
ইচ্ছে করে রাতের বেলা,
জোনাকপোকার আলোয় বসে,
আঁধার রাতের কালো দিয়ে
তোমায় লিখি হৃদয় মাঝে।
ইচ্ছে করে শেষ বিকেলে
নদীর ধারে ঘাসের বুকে
তোমায় লিখি নদীর জলে।
ইচ্ছেগুলো গুমড়ে কাঁদে,
রক্ত ক্ষরণ চোখের মাঝে,
নেইতো তুমি সেই নিবাসে,
লিখবো বলো কেমন করে।
৩/০৯/০১৭
This is a premium post.