গাজরা ফুলের মালা,
গেঁথে রেখেছি আমি,
পড়াবো তোমার চুলে।
জংলি ফুলের নুপুর এনেছি
পড়াবো তোমার পায়ে।
বকুল ফুলের মালা গেঁথেছি
পড়াবো তোমার গলে।
হাতদুটো ধরো সখি
হারিয়ে যাই দুজনে মোরা
সেঞ্চুরি বনের মাঝে।
ঝড়াপাতায় হাটবো মোরা,
বসবো ভালবেসে।
দু'নয়নে বলবো কথা
মনের হৃৎস্পন্দনে।
ভালবাসার উঞ্চতায়
ভড়িয়ে দিও মোরে।
হাতদুটো ধরো প্রিয়া,
পিচঢালা ঐ পথ বেয়ে
মিশে যাই ভালবাসার রঙে।
"""""""""""""""""""""" লিংকন।
This is a premium post.