Posts

কবিতা

প্রথম প্রেমের চিঠি

September 3, 2024

নাসির ফরহাদ

জীবনের প্রথম না পড়া প্রেমের চিঠি জুড়ে

কতটা আবেগ,কতটা উচ্ছাস,

কতটা প্রেম, ক'ফোঁটা রক্তক্ষরণ l

কতটা হৃদস্পন্দন, মনের কতটা উথাল পাথাল,

কতটা ভাঙ্গন তা কি উপলব্ধি করতে পারো?

যদি না পারো তবে ভালোবাসা কি,

সেটা বুঝবে কেমন করে?

জীবনের প্রথম দুপাট্টা আঙুলে জড়ানোয় কতটা আহ্লাদ

কতটা চমকে ওঠা , কতটা কাছে আসা,কতটা খেয়াল রাখা,

কতটা স্মৃতি, আর কতটা আবেগতাড়িত কল্পনার আনাগোনা

তা কি বুঝ?

তা হলে কি ভাবে মনে প্রেমের অস্তিত্ব অনুভব করবে?

হাত থেকে চিরুনি খসে পড়ায় কতটা উদাসীনতা,

বুকের মাঝে কতটা ধকধকানি,

নগ্নপায়ে ও মনের মাঝে নুপুরের বাদ্য শোনে

টেলিপ্যাথিতে দূর থেকে বাতাসে ভেসে আশা

প্রিয়তমর কণ্ঠ শোনে চকিত হও কি?

তবে প্রেমের বাঁধন দৃঢ় হবে কি করে

কি করে বুকের খাঁচায় বাসা বাধবে ভালোবাসা l

প্রেমের নামে বেচাকেনা তো হরহামেশাই

হচ্ছে-হওয়াচ্ছ,

ঘটছে-ঘটাচ্ছ, দেখছো-দেখাচ্ছ,

হিসাবের ছকে বসে, ক্যালকুলেটরের ডিসপ্লে জুড়ে l

যা মন ছোঁয় না-

পকেট,পোশাক, বড়োজোর দেহ ছুঁয়ে যায়

জুটে যায় নিমিষে, ছুটে যায় সহজে

ঘুরে বেড়ায় অলি, কলি থেকে কলিতে

সেখানে প্রেমটা বুঝবে কেমন করে ?

Comments

    Please login to post comment. Login