পোস্টস

গল্প

কালো মেয়ের উপাখ্যান (প্রিমিয়াম)

৩ সেপ্টেম্বর ২০২৪

Madhab Debnath

বৌ সাজলে পৃথিবীর সব মেয়েকেই তো অসম্ভব সুন্দর দেখায়, আমার বন্ধুকে দেখে আমি কিছুতেই চোখ ফেরাতে পারছি না! সাদা জামদানিতে ওর শ্যামলা গায়ের রং আরো বেশি সুন্দর লাগছে! খুব অল্প কিছু বাস্তবতাই রুপ কথার চেয়েও সুন্দর হয়। তারই একটার সাক্ষী হতে পেরে কি যে ভালো লাগছে আমার!
ওর হাসি মুখ দেখে হুমায়ূন আহমেদের লেখা একটা কবিতা মনে পড়ে আমার।
শোন মিলি।
দুঃখ তার বিষ মাখা তীরে তোকে বিঁধে বারংবার।
তবুও নিশ্চিত জানি, একদিন হবে তোর সোনার সংসার।
উঠোনে পড়বে এসে একফালি রোদ
তার পাশে শিশু গুটিকয়
তাহাদের ধুলোমাখা হাতে – ধরা দেবে পৃথিবীর সকল বিস্ময়।
আমি মনে মনে প্রার্থনা করি মেয়েটার সংসার সুখের হোক, সে সংসারে কোনো দিন অন্তত ভালোবাসা নামক বস্তুটির কোন অভাব না হোক।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।