Posts

কবিতা

গান ০০০৯: তোমার হাওয়া

September 4, 2024

তারিক হোসেন

80
View

    তোমার হাওয়া

তোমার হাওয়া লাগলো হৃদয়!
লাগলো হৃদয়! ২

হাওয়ায় হাওয়ায় পরান দোলায়
সকল কিছু রঙ্গিন চোখে। ঐ

ছিল মম পৃথিবী সাদা কালো,
তোমার হাওয়ায় পেল রঙের আলো। ২
মম মন পেল তব মন, তব প্রাণ, 
চোখে এলো মোর রঙিন স্বপন।
রঙিন স্বপন, রঙিন স্বপন, 
রঙিন স্বপন। ঐ

বদলে গেল মম মন, চিন্তা, চেতন,
বদলে গেল মম হাসির কারণ। ২
ভরে গেল ফুলেরো সৌরভে আমার জীবন,
চোখে এলো মোর রঙিন স্বপন।
রঙিন স্বপন, রঙিন স্বপন, 
রঙিন স্বপন। ঐ

তোমার ও চাওয়া এখন আমারো চেতন,
তোমার ও সাথে বলি আমারও কথন। ২
তোমার ও স্বপ্নে ভাসি আমি নিশিদিন,
চোখে এলো মোর রঙিন স্বপন।
রঙিন স্বপন, রঙিন স্বপন, 
রঙিন স্বপন। ঐ

Comments

    Please login to post comment. Login