পোস্টস

বিশ্ব সাহিত্য

ON SEEING THE 100% PERFECT GIRL ONE BEAUTIFUL APRIL MORNING (প্রিমিয়াম)

৫ মে ২০২৪

জাহিদুল ইসলাম সবুজ

মূল লেখক হারুকি মুরাকামি

অনুবাদক জাহিদুল ইসলাম সবুজ

এপ্রিলের এক সুন্দর সকালে, টোকিওর ফ্যাশনেবল হারাজুকু এলাকার একটি সরু গলির মধ্যে, আমার পাশে দিয়ে হেঁটে গেল ১০০% নিখুঁত মেয়েটি।
সত্যি বলতে কী, সে দেখতে তেমন গুড লুকিং না। সে কোনোভাবে আলাদাও নয়। পোশাক-আশাকেও স্পেশাল কিছু নয়। ঘুম থেকে ওঠার পর যেমন চুলের পিছনটা আঁকাবাঁকা থাকার মতোই সে। সে ইয়াংও না – তিরিশের কাছাকাছি হবে, মেয়েও বলা যায় না আসলে। তবুও, পঞ্চাশ গজ দূর থেকেই আমি জানি: সে আমার জন্য ১০০% নিখুঁত মেয়ে। যখন তাকে দেখি তখন আমার বুকের মধ্যে রিমিক্স কাওয়ালি বাজছিল আর মুখটা শুকিয়ে গেল মরুভুমির মতো।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।