রক্তচোষা বাদুড়ের হাতে পরেছি মোরা!
সে রক্ত তোমার খাবেই খাবে !
হোক না তোমার শরীরে তা,
এক পাউন্ড,
দুই পাউন্ড
কিংবা রক্তশূন্য দেহ!
সে তোমার রক্ত পান করবেই তো করবে!
সে কোন নিয়ম মানে না,
মানে না কোন আইন!
নৈতিকতার ধারও সে ধারে না!
রক্ত তার চাই চাই!
সে যে রক্তচোষা বাদুড়!
তুমি যতোই ছটফট করো!
তীব্র ব্যথায় কেঁদে উঠো তুমি!
তোমার গোঙ্গানির করুণ শব্দ
তার কর্ণকুহরে পৌঁছায় না!
কষ্টগুলো তার চক্ষুভেদ করে না!
করবেই বা কেমন করে!
তোমারই রক্তে যে তার -
কাব্যময় জীবন গড়ে !