Posts

প্রবন্ধ

‘কিছু একটা করে খাও’ এই বাক্যটি জীবন বদলে দিয়েছে! (Premium)

September 4, 2024

Madhab Debnath

0
sold
‘কিছু একটা করে খাও’ এই বাক্যটি জীবন বদলে দিয়েছে!
আমি মেলের সেই কথা শুনেছিলাম। সে এই ‘ক্যাকটাস’ উপদেশের বিনিময়ে আমার কাছে কী চেয়েছিল জানো? আমি শুধরে গেলে এই বার্তাটা যেন অন্যদের জানাই। এসব বলে কিন্তু আমি কারও চোখে নায়ক বা মহামানব হতে চাইছি না। আমি আমার সন্তানদের দৃষ্টিতেও কখনো নায়কের (হিরো) অবতার নিতে চাই না। আমি একটা স্বাভাবিক মানুষের চরিত্রই বাস্তবে ধারণ করতে চাই।

সাধারণ হওয়াটাই অনেক কঠিন। প্রত্যেক বাবাই একটি মহানুভবতার ছায়া দাঁড় করিয়ে দেন সন্তানদের সামনে। জানো? সেটাই না সবচেয়ে হতাশাজনক। আজীবন আমরা সেই ছায়াতেই নিজের ছায়াকে খাপ খাওয়ানোর আশায় দৌড়াতে থাকি। সেটা করতে করতে বুঝতেই পারি না যে, কোনো কোনো ক্ষেত্রে জীবন আসলে এই ছায়ার পেছনে দৌড়ানোর চেয়েও কঠিন।

আমরা সেই কঠিন সময়টার জন্য নিজেকে তৈরিই করি না। তাই আমি বলব, মানবজীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে ‘হিরো’ বিষয়টা একদমই যায় না। আমরা সবাই ‘নায়ক সুলভ’ কিছু না কিছু করেই থাকি। আমার কাছে হিরো কোনো বিশেষ্য নয়, এটা একটি ক্রিয়া।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login