জীবন কখন কাকে কোন প্রান্তে নিয়ে যায় আমরা কেউ তা জানিনা। প্রত্যেকটা আঘাত আর অপমান নীরবে সহ্য করে, ধৈয্য ধরে সৃষ্টিকর্তার উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো ভাবেই এই পথ চলাতে থামা যাবে না। মোক্ষম জবাব কোনো তর্ক করে না চুপ থেকে একটা মুচকি হাসি দিয়ে মুভ অন করে নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা। যে যাই বলুক আমি জানি আমি কি চাই আর আমি কি করছি? আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার সম্পর্ক কি এইটা কাউকে জবাবদিহিতা করার কিছুই নাই। আপনি কোন পথে চলছেন এইটাও কাউকে জবাবদিহি করার ও কিছু নাই। অনেক কষ্ট, বিপদে না খেয়ে থাকলে তখন অনেকেই পাশ কাটিয়ে যাবে আবার আপনি যখন একটু ভালো কিছু করার চেষ্টা করেন তখন দেখবেন আপনার পিছনে লেগে থাকা মানুষের অভাব হবে না। সব সময় নিজের লজিকে বিবেক বুদ্ধি দিয়ে চলাই শ্রেয়। আজকে আপনি কোন মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ঠকাবেন, আপনিও তা ফেরত পাবেন অন্য কোনো ভাবে।
কিছু বিষয়ের মধ্যে একটা বিষয় আমি খুব মানি আর তা হলো- What goes around that comes around.
জীবনে কখনো স্বপ্ন দেখা বন্ধ করবেন না আর স্বপ্ন পূরণ করার আগ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করা বন্ধ করবেন না। সামনের পথগুলো অনেক বাধা আসবে, অনেক কঠিন হবে, যত উপরে উঠবেন পিছনে থেকে একশো মানুষ টেনে ধরবে আর উপরের দিকে হয়তো এক থেকে দুইজন টানবে! আপনি কি করবেন জানেন, নিজের উপর বিশ্বাস রেখে বাকি দুইজনের সাথে মিলে এক দম এ উপরের দিকে টানবেন নিজেই নিজেকে! এরপর দেখবেন চমৎকার, সৃষ্টিকর্তা প্রদত্ত চমৎকার! কেনো না আমার বিশ্বাস সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করতে পছন্দ করেন যে নিজেই নিজেকে সাহায্য করতে কখনো পিছুপা হয় না। তাই তো এখনও সব বাধা পেরিয়ে,আমি রোজ স্বপ্ন দেখি একটা নতুন ভোরের, স্বপ্ন দেখি যে ভোর আমার জীবনের প্রত্যেকটা ক্লান্তি মুছে দিয়ে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সামনে এগিয়ে নিয়ে যাবে, আমাকে হাজার বছর বাঁচার জন্য এক একটা কারণ দিয়ে যাবে! আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন! ইচ্ছে থাকলে সব সম্ভব, শুধু হার মানবেন না, একদমই না।
57
View