ভালোবাসবে আমায়!
লিংকন
০৫/০৯/২২
ভালোবাসবে আমায়!
নিজের মতো করে!
যেমন প্রতিটি শ্বাস নাও তুমি!
যেমন প্রতিক্ষণের রক্তবিন্দু,
বাঁচিয়ে তোলে তোমায়!
তেমন করে একমুঠো
ভালোবাসবে আমায়!
দিবে আমায়!
এক মুঠো বিশুদ্ধ ভালোবাসা!
হৃদয়ের গভীর থেকে উঠে আসা,
নরম তুলতুলে পাখির মতো,
ভালোবাসবে আমায়!
যে ভালোবাসা শুধুই আমার জন্য,
যেখানে অন্য কারও অস্তিত্ব নেই!
নেই অন্য কারও পদচারণ!
নেই অন্য কারও অধিকার!
রাজহংসের মতো ডানামেলেছি আমি,
করেছি বুকে সুখের বপন!
তুমি এক মুঠো বিশুদ্ধ প্রেম দাও,
আমি তোমায় দিবো
আমার প্রতিটি ক্ষণ!
This is a premium post.