পোস্টস

কবিতা

রক্তের দোষ (প্রিমিয়াম)

৫ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রক্তের দোষ!

লিংকন
০৫/০৯/২০২০

এটাই আমাদের রক্তের দোষ!

পরাধীনতাকে মোরা ভাবি স্বাধীনতা !

গোলামীকে ভাবী সম্মান!

কর্মহীন দুর্নীতিগ্রস্থ আয়ের উৎসকে ভাবি - ক্ষমতা!

নিজেদেরই হাতে নির্বাচিতদের ভাবি,
মোদেরই - ত্রাণকর্তা!

শালার আমরাই ভালো না!

আমাদের রক্তে আছে
- অসৎ বীজ!

যদি একটিবার সাহস করে,
সৎ হতে পারতাম!
যদি পারতাম এই কালের আমিত্বকে
পরিহার করে,
একটা মর্যাদাশালী আমিত্বকে অাবিষ্কার করতে!
যদি পারতাম নিজের ক্ষমতা বুঝতে,,

তবে দেখিয়ে দিতাম!
- গোলামী আমার ধর্ম নয়!
- চাটুকারিতা আমার পেশা নয়!
- অসৎ আয় আমার রিজিক নয়!

দেখিয়ে দিতাম -

কিন্তু পারি না!
কেন পারিনা জানেন?
আমি আমাকেই চিনি না!
জানি না নিজেকে!
পারিনা অনাবিষ্কৃত এই আমাকে
আত্মমর্যাদাবান ভাবতে!
আমি বড় দুর্বল,
আমি ভীরু কাপুরুষ!

আমি বুঝি আমাই হাতে সৃষ্টি অসৎ ব্যক্তিরাই
আমার ত্রানকর্তা!

আমি বুঝি অসৎ পথে চলাই
আমার কর্ম!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।