অপ্রত্যাশিত
""""""""""""""""""""""
লিংকন
কতদিন ভোরের স্নিগ্ধ আলোর
স্পর্শ পাইনি,
দেখিনি গোধুলিবেলার ডুবন্ত
কুসুম লাল সূর্যটা।
নেওয়া হয়নি শিউলী বকুলের
মিষ্টি সুবাসটুকু।
কেমন করে পাবো বলো?
প্রিয়তমা এ্যান্জেল আমার।
মাঝরাতে হারিয়ে যাওয়া
উল্কাপিন্ডের মতো তুমিও যে,
ঝলকানি আলোর চমক দিয়ে
কোথায় যেনো চলে গেলে!
সেই থেকে মুক্ত বিহঙ্গ মন
বন্দি খাঁচায় ছটফট করে,
তোমায় দেখার প্রতিক্ষায়।
অশান্ত তৃষ্ণার্ত হৃদয় খুঁজে মরে
মিলন সুখের আশায়।
হয়তো ভাগ্য আমার বড়ই
প্রসন্ন ছিলো আজ,
তাইতো তোমায় শেষ বিকেলে
খানিক সময় দেখা।
বেদনার্ত মেঘাচ্ছন্ন মনে মুহূর্তে যেনো
আলোর ঝিলিক বয়ে গেল,
শুষ্ক চোখ পেলো প্রশান্তির পরশ।
কোন কথা হলো না,
ছোঁয়াও হলো না তোমায়,
তবুও যেনো না বলা
কতো কথা কতো গল্প হলো।
তোমার সেই হাসিটা যেনো
আগের মতোই আছে এ্যান্জেল,
মুখের লাবন্যতারও
কমতি হয়নি কোন।
জানি তুমি ভালো আছো,
এমনিভাবে ভালো থেকো তুমি।
০৫/০৯/২০১৭
This is a premium post.