পোস্টস

চিন্তা

প্রাপক (প্রিমিয়াম)

৫ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

প্রাপক --

কি নিয়ে লিখবো!
কি বলবো তোমায়!

কতো কিছুই তো লিখতে ইচ্ছে করে!
কিন্তু ভাষাগুলো যেনো বন্দি!
বন্দি কর্ক লাগানো কাঁচের খামে!
ইচ্ছে হলেও আর লিখতে পারিনা,
বলতে পারিনা!
না বলা কথাগুলো!

আমার চারদিকে দাঁড়িয়ে উঁচু উচু দালান!
বাতাসও কালো ধোঁয়ায় আবৃত!
থেকে থেকে ড্রেনের গন্ধ!
চারদিক চিৎকার কোলাহল!
ভ্যাঁবসা গরমে অতিষ্ঠ সময় আমার।

মনের দরজায় খিল এটে দিয়েছে-
অস্থিরতা আর দুঃচিন্তা!
এখন আর সময় কাটে না!
কাটে না অপেক্ষার প্রহর!
কি লিখবো বলো -

তারচে তোমার কথা বলো!
বলো অব্যক্ত অনুভুতিগুলো!
আমাকেও জড়িয়ে দেই
মাধবীলতার মতো
তোমার স্বপ্নগুলোর সাথে !
দেখি দিবাস্বপ্ন তপ্ত রোদের মাঝে!

কেমন আছো তুমি!
নিশ্চয় ব্যস্ত সময় করছো পার!
এটা ওটা নিয়ে!
হয়তো ভুলেই গেছো ,
সময়ে অসময়ে এখন আর
মনে পড়ে না আমায়!

বাদ দাও আমার কথা!
শুধু ভালো থেকো তুমি!

প্রেরক --
০২/০৯/২৪

এটি একটি প্রিমিয়াম পোস্ট।