এই তো সেদিন,
বড় অভিমান করে বলেছিলে
- কথা না বলার
প্রতিযোগিতায় নেমেছো বুঝি!
তাইতো সকাল থেকে সন্ধ্যা হলো ,
জোনাকিরা সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিলো!
অথচ এতটুকু খবর নিলে না আমার!
জানো,
সময় করে শীতল বাতাস আমায় ছুঁয়ে দিয়ে গেছে!
পেয়ারাগাছের ডালে দোয়েল পাখিটাও গান শুনিয়েছে আমায়!
বাগানের প্রজাপতি, সেও বাদ যায়নি!
শুধু তুমিই
সারাটি দিন এতটুকু
খবর নিলে না আমার!
কেমন আছি?
জানতেও ইচ্ছে হলো না !
অথচ দেখো
সেই অভিযোগকারীনি তুমিই আজ
বড় অবহেলা করলে আমায়!
যেনো প্রতিশোধের নেশায়
পাল্টা প্রতিযোগিতায় নাম লেখালে তুমি!