Posts

কবিতা

ভ্রাতিত্বের বন্ধন

September 6, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

69
View

সাদায় কালোয় মিলেছে আজ
আরাফাত ময়দানে,
আরব অনারব সকল বিশ্ব মুসলিম
ভাতৃত্ব গড়েছে হজে এ সময়ে।

এ ভাতৃত্বের বন্ধন আজীবনের,
কেমন করে বলি! 
আমি তো বলি শুধু  তিনদিনের,
লোক দেখানো সবি !

সারা বিশ্বে মুসলিম মরে 
ইহুদি নাছাড়াদের হাতে,
তবুও দেখো মুসলিম রাষ্ট্র যতো
ঘুমিয়েই শুধু থাকে।

মুসলিম যতো রাষ্ট্রে আজ,
চলছে হানাহানি,
ভাইয়ে ভাইয়ে রক্তপাত আর
চলছে ষড়যন্ত্র নাফরমানী।

ইসলামের শত্রু যারা
সুযোগ বুঝে তারা,
মারছে পিঠে সমানে আজ
দু'ধারী ধারোলো ছোরা।

রক্ত স্রোত বইছে আছ
ধরিত্রির খোলা বুকে ,
তবুও যেনো মুসলমানের
ঘুম আর নাহি ভাঙে।

আল্লাহর গজব নাজিল হলে
বুঝবে সকলে,
ইহুদী নাছাড়াদের হাতে 
মরতে যখন হবে।

এখনো সময় আছে
জাগো মুসলিম জাগো,
সত্যিকারের ভাতৃত্বের বন্ধন,
শক্ত করে তোল।

Comments

    Please login to post comment. Login