কাপুরুষ
"""""""""""""'''''''''
আমি আজ অন্ধ,
আমি আজ বোবা,
কানে শুনিনা আমি
যেন সব সীসে ঢালা।
অন্তরে ধরেছে ঘুন,
বিবেক হয়েছে সারা।
অনুভুতিগুলো সব
ভোঁতা হয়েছে।
শিরদারা থেকেও তাই
নত শিরে বলি কথা।
রক্তের স্রোত থেমে গেছে,
প্রতিবাদের কন্ঠ রুদ্ধ,
আজ হারিয়ে গেছে ভাষা।
তেলাপোকার মতো
টিকে আছি সব,
অন্ধকারেই যেন বাঁচা।
"""""""""""""""""" লিংকন।।
This is a premium post.