পোস্টস

সমালোচনা

আমার ভাবনাগুলো-১২( শিক্ষক নির্যাতন) (প্রিমিয়াম)

৬ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

আমার ভাবনাগুলো-১২( শিক্ষক নির্যাতন)
কিন্তু গত কয়েক বছরে--
* যে সমস্ত শিক্ষক তার শিক্ষকতা পেশাকে ভুলে গিয়ে অপরাজনীতির সাথে মিশে গিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে!
* শিক্ষা প্রতিষ্ঠানে সময় না দিয়ে এমপি মন্ত্রীদের চাটুকারিতা করেছে!
* অন্যায়ভাবে মানুষকে হয়রানি করেছে!
* শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরন করেছে!
* হিজাব নিয়ে কটুক্তি করেছে!
* নামাজ - রোজা করাকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে লাঞ্ছিত করেছে!
* যৌন হায়রানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে!
* মাদ্রাসার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পড়া নিয়ে কটুক্তি করেছে!
* সহকর্মীদের কাছে ঘুষ না পেয়ে তাদের বেতন বন্ধ রেখেছে -- তাদের শিক্ষক বলি কেমন করে! তারা তো নিজেদের লাঞ্ছনা নিজেরাই নিয়ে এসেছেন!

যারা ঐ সরকারের আমলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চুপ করে ছিলেন, তারা এখন সবর কেন? আমার খুব জানতে ইচ্ছে করে।

আমরা দেখেছি -
* ইউ.পি. চেয়ারম্যান কর্তৃক মাদ্রাসার মৌলভীদের পিটানোর মতো ঘটনা!
*দেখেছি ন্যায্যদাবী নিয়ে কথা বলা শিক্ষকের হাতেপায়ে বেড়ী!
* দেখেছি পুলিশী নির্যাতন!
*কথায় কথায় চাকুরীচ্যুত করা!
* অডিটের নামে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সহযোগিতায় শিক্ষকদের মাসের বেতন হাতিয়ে নেওয়া!
*মানসিকভাবে অপদস্তসহ নানান কাহিনী।
এসব সরবকারীগন-
* কোথায় ছিলেন সেদিন?
*সেদিন কেন তাদের চেতনা জাগ্রত হয়নি?

এটি একটি প্রিমিয়াম পোস্ট।