সমান্তরালে
লিংকন
০৮/৯/২০১৯
সমান্তরালে চলেছি মোরা
একই পথ ধরে
তোমার চোখে প্রেম নেই,
এখন ঘৃণাই খেলা করে!
ভালোবাসার নেইতো আর
অবশিষ্টাংশ কিছু,
সামাজিকতা দায়িত্ববোধের
নিয়েছো তুমি পিছু!
ইচ্ছে হলেও আমায় ছেড়ে,
পারো না যেতে তুমি,
লোকলজ্জার ভয়েই শুধু
কুঁকড়ে মরো বুঝি!
কৃত্রিমতার মুখোশ পড়ে,
সুখের হাসি দিয়ে,
নিজের সাথেই প্রতারণা,
কষ্টই শুধু বাড়ে!
এমন করে আঁকড়ে ধরে
কি লাভ বলো আছে,
মায়ার বন্ধন নেই যেখানে,
ঘৃণাই শুধু কাড়ে!
পারো যদি আমায় ছেড়ে
যেতে পারো তুমি,
সমাজের ভয়ে কেনো,
থাকবে খারাপ তুমি!
পৃথিবীটা অনেক বড়,
পাবে সুখের দেখা,
এখানে তো কারাগার,
অন্ধকারে থাকা!
This is a premium post.