লানত সে ধার্মীকের প্রতি,
যে ধার্মীক,
ধর্মকে ধারন করে মানুষ হতে পারে না,
পারে না নৈতিকতার ধারক হতে,
পারে না মহৎ হৃদয়ের অধিকারী হতে,
পারে না অন্যে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে,
সে ধার্মীকের প্রতি লানত!
যে ধার্মীক,
সংকীর্ণ মনের অধিকারী হয়ে
অন্য ধর্মকে কটাক্ষ করে মাত্র,
বিদ্বেষ ছড়ায় জনে জনে,
সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে
নষ্ট করে সৌহার্দ্য, সম্প্রীতি,
সে ধার্মীক, ধার্মীক নয়!
সে ধর্মের লেবাসে একজন ভন্ড,
স্বার্থলোভী, সুবিধাবাদী,
ধর্মের আড়ালে ধর্মের ব্যবসায়ী,
সমাজ বিশৃঙ্খলাকারী একজন পশু মাত্র।
ধার্মীক তো সেই,
যে নিজ ধর্মকে যেমন ভালোবাসতে জানে,
তেমনি জানে অন্য ধর্মের প্রতি সহনশীল হতে,
জানে কাঁধে কাঁধ মিলিয়ে
শান্তির পথে চলতে।