দুশমন
লিংকন
অসাম্প্রদায়িকতার আড়ালে চলে
ওদের সাম্প্রদায়িকতার চাষ!
ওরাই বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি
শুধু মুসলমানেই করে,
কাফের মুশরিক বানিয়ে দিয়ে
তারা সাধু বনে থাকে!
মাইক ফাটিয়ে বলে তারা,
এটা অসাম্প্রদায়িক দেশ,
অথচ সকাল সন্ধ্যা ওরাই ছড়ায়
সাম্প্রদায়িকতার রেশ !
কুৎসা রটায় মুসলমানের
পাঞ্জবি টুপি নিয়ে।
নামাজ পড়লে গা জ্বলে ওদের
চুৃলকানি যায় বেড়ে!
দাঁড়ি পাগড়ী দেখলে মোদের
মোল্লা বলে ডাকে,
অন্যের ধর্মে আঘাত দিয়ে,
তৃপ্তির ঢেঁকুর তুলে।
হিজাব পড়া মেয়ে দেখলে বলে-
ব্যাক ডেটেট এসব নারী!
গেঞ্জি জিন্স পরে এরা-
বলে আমরাই প্রগতি!
শয়তানেরই ভাই এরাই জানি
আবু জেহেলের সাথী!
যুগে যুগে এসেছে এরা
করে ইসলামের সাথে দুশমানি!
This is a premium post.