পোস্টস

কবিতা

চাই শক্তিশালী পররাষ্ট্রনীতি (প্রিমিয়াম)

৯ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

চাই শক্তিশালী পররাষ্ট্রনীতি!

লিংকন

ওরা আমাদের দিয়েছে হতভাগী ফেলানীদের,
কাঁটাতারের বেড়ায় গেঁথে দিয়েছে
রক্তাক্ত মরদেহ!

প্রতিদিন সীমান্তে চলে হত্যা যজ্ঞ,
মানুষ মারার নিদারুণ খেলা,
বুলেটবিদ্ধ হয় বাংলা মায়ের বুকে!

ওরা আমাদের তিস্তানদীর ন্যায্য হিস্যা দেয়নি,
কাল ক্ষেপণ করেছে যুগের পর যুগ!
বানিজ্যঘাটতি কোটি কোটি ডলার!

কিন্তু নিত্যদিন
একটা একটা করে লাশ উপহার দিতে
ভুল করে না ওরা!

অথচ বন্ধুত্বের নামে
আমরা জাতীয়তা বিকিয়ে দিচ্ছি !
ওদের দিচ্ছি-
করিডোর!
সমুদ্রবন্দর!
বিমান বন্দর!
টনকে টন ইলিশ!
কুশিয়ারা নদীর পানি!

আর কত লাশ পড়লে
জাতীয়তা জাগ্রত হবে!
আর কত লাশ পড়লে
জাগ্রত হবে দেশপ্রেম!
আর কত লাশ পড়লে
জাগ্রত হবে চেতনা নামক বিবেকটা!

আমরা স্বাধীন বাংলাদেশ চাই,
চাই শক্তিশালী পররাষ্ট্রনীতি!

উপনিবেশিকতায় বাঁচতে চাই না আর,
চাই না নেন্দুপ দর্জির সিকিম হতে!

চাই শৃঙ্খলমুক্ত স্বাধীন জীবন।
চাই মুক্ত সোনার বাংলাদেশ!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।