সরল পথে চলি
"""""""""""""""""""""""""""""""
লিংকন
মাটি দিয়েই তৈরি মোরা,
রক্তে মাংসে গড়া।
মরিলে আবার মাটি হইবো,
ভঙ্গ হইবে খেলা।।
ক'দিনের এই দুনিয়াতে
সুখের লাগিয়া ভাই,
স্বার্থের কথা চিন্তা করিয়া,
আল্লাহকে ভুলিয়া যাই।।
একে ঠকাই ওকে ঠকাই,
সুদ ঘুষ ও খাই।
চুরি ডাকাতি রাহাজানি,
কিছুই বাকি নাই।।
নামাজ রোজা নাইতো,
মোদের নৈতিকতা ও নাই,
অশ্লীলতা বেলাল্লাপনায়,
গা ভাসিয়েছি তাই।।
হকের কথাও এখন মোরা
ভুলে গেছি ভাই,
পরকালে হকের বিচারে
কোন মাফ নাই।।
বাঁকা পথে চলতে গিয়ে
অন্ধকারে গেছি ডুবে,
সরল পথ সামনে থেকেও
পাই না পথ খুঁজে ।।
দাদার পরে এসেছে বাবা,
বাবার পরেই আমি,
আমার পরে ছেলে এসেছে,
ছেলের পরেই নাতি।।
কিন্তু আগেই কে যাবো চলে,
সে কথা কি জানি?
সময় থাকতেই এসো ভাই মোরা,
আল্লাহর পথে চলি।।
শুন্য হাতে যাবো মোরা
মাটির কাঁচা ঘরে,
অন্ধকার আর সাপ বিচ্ছুর
নাইতো কমতি যে।
সরল পথে চলে কিছু
পুন্য নিয়ে যাই,
মরিলে মোদের কি হবে,
এবার একটু ভাবি ভাই।।
০৯/০৯/২০১৭
This is a premium post.