মিষ্টি মেয়ে
লিংকন
হিমেল হাওয়ায় উড়ছে তোমার,
উড়ছে রেশমি চুল!
ইচ্ছে করে খোঁপা বেঁধে,
পরিয়ে দেই ফুল!
মিষ্টি ওগো মিষ্টি তোমার,
মিষ্টি মুখের হাসি!
কাজলমাখা মায়ায় টানা,
স্বচ্ছ দুটি আঁখি!
চরণ তোমার আলতা রাঙ্গা
চলন সবুজ ঘাসে !
ফুল পাখীরা তোমায় দেখে,
মিষ্টি হাসি হাসে!
This is a premium post.