তুমি ছাড়া সময়গুলো,
কাটছে না যেনো আর!
বন্দী আছি কারাগারে,
মুক্তি মেলে না তার!
নিঃসঙ্গতায় কাটছে দিন!
কাটছে বছরগুলো!
একা একা যায় কি থাকা,
তুমিই না হয় বলো!
বলবে তুমি-
মিথ্যে কথা,
মেকাপ বক্সের বাক্স!
মন ভোলানোর যাদু তুমি,
অনেক বেশি জানো!
মিথ্যে নয় তো,
সত্যিই কথা,
ভালোবাসি তোমায়,
তোমায় ছাড়া একলা কি আর,
বেঁচে থাকা যায় !
This is a premium post.