পোস্টস

চিন্তা

একটা সময় পরে মনের আবেগ একেবারেই কমানো উচিত (প্রিমিয়াম)

১০ সেপ্টেম্বর ২০২৪

Madhab Debnath

আমি একটা ট্রিকস ফলো করি জানেন, আমাকে যেটা কষ্ট দেয় আমি সেটা সবসময় ইগনোর করি। এই ধরুন, এমন কোন পিক যা দেখলে আমার রাগ সৃষ্টি হতে পারে, সে পিকগুলো আমি ডিলিট করে দেই। যে সম্পর্কগুলো আমার ভেতরটা তছনছ করে আমি তাদের সাথে দূরত্ব বজায় রাখি। আমি দুঃখ পেতে ভালোবাসি না, তাই দুঃখের কাছে বারবার ছুটে যাবার মতো বোকামী ও করি না।
আমি যদি একবার বুঝি কেউ আমাকে ইগনোর করছে, আমি তার থেকে আকাশ সমান দূরত্ব বজায় রাখি। পৃথিবীর কারো কাছে আমার ভালো হতে এখন আর ইচ্ছে করে না, আমার স্বচ্ছতা ভালো লাগে শুধু কারণ আমি আয়নায় আমার নিজের চেহারাই দেখি। আমি নিজেই নিজেকে বিচার করি শতবার, প্রশ্ন করি কারো প্রতি কোনো অন্যায় করলে কি? আমার সবচেয়ে বড়গুণ আমি খুব পজেটিভ। কখনো আমার সাথে অন্যায় হলে,আমি প্রতিপক্ষের দিকটা ভাবি, তারপর তাকে বিচার করি, তখন আমার রাগ হয় না, ক্ষমা করাটা খুব সহজ হয়।
কিন্তু সমস্যা হয় কোথায় জানেন, ওই যে আঘাত পেলাম, ব্যাথা ঠিকই সেরে গেলো কিন্তু দাগ যে থেকে গেলো।
নিজেকে ভালো রাখুন, ভালোবাসুন, তাহলে পৃথিবীর সবকিছু সুন্দর লাগবে। কারো কাছ থেকে এক্সপেকটেশন একবারেই বাদ দিন, যদি রাখতে হয় তবে তা নিজের কাছেই গোপনে সযত্নে রাখুন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।