পোস্টস

সত্তাশ্রয়ী

কার পানে তাকিয়ে (প্রিমিয়াম)

১০ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

কার পানে তাকিয়ে আছো তুমি!

লিংকন
১০/০৯/২০১৯

তুমি কোন বিশ্ব দরবারের দিকে,
অসহায়ত্ব নিয়ে তাকিয়ে আছো মা!
তাকিয়ে আছো কোন মুসলমানের পানে চেয়ে!
কার সাহায্যের আশায় বসে আছো তুমি?

বিশ্ব মুসলিম নেতারা তো
বেশ ধরেছে দালালের,
কাফের মুসরিক নাসারাদের সাথে,
আত্মার সম্পর্ক ওদের!
আল্লাহর ভয়ে ভীতু নয় ওরা,
ভীতু ওরা মসনদ হারাবার!

ওরা পথ ভ্রষ্ট,
ওরা ইয়াজিদের প্রেতাত্মা,
মুসলিম নামের ভন্ড ওরা,
মুসলমানের রক্ত দেখেও
বিচলিত নয় তারা,
মুসলিমের লাশ দেখেও
কাঁদেনা ওদের মন,
ওরা তো এখন ধর্ম ছেড়ে
ক্ষমতার মহাজন!

তোমার স্বাধীনতা তোমাকেই
ছিনিয়ে আনতে হবে,
ওদের মতো কোন ভীতু, কাপুরুষ,
দালালের মুখ পানে চেয়ে নয়।

ওরা জানে নামাজ রোজা তসবিতেই
শুধু বেহেস্ত রয়,
জোব্বা পাগড়ী পড়লেই বুঝি
মুসলিম সাজা যায়!
জানে না ওরা পুরো মুসলিম বিশ্ব
একটা দেহই হয়!

ওরা মজে আছে আজ
বিত্ত বৈভব আর ক্ষমতার নেশায়,
মুসলমান মুসলমান হানাহানিতেও ওরা
সদা ব্যস্ত রয়!

তুমি কার পানে তাকিয়ে থাকো মা,
রক্ত দিয়ে আনতে হবে
তোমার স্বাধীনতা তোমাকেই,
এই হোক তোমার প্রত্যয়!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।