পোস্টস

সমালোচনা

অনিয়ম (প্রিমিয়াম)

১০ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনিয়ম! - তবুও আমি গর্বিত

লিংকন
১০/০৯/২০১৮

আমি গর্বিত এই প্রাণের শহর,
জলঢাকায় থাকি বলে,
এখানে কিছু পাড়া আছে,
মুদিপাড়া, মাস্টার পাড়া, কলেজ পাড়া,
এখানের বর্ষা আসে সাগরের ঢেউ তুলে,
এখানে ছোটবড় অনেক মাছ নাচে,
রঙীন পুচ্ছ তুলে,
হাঁসেরা মাতে জলকেলিতে,
এখানে রাস্তা ডুবে যায়,
ঘর ডুবে যায়,
উঠোনও যায় ডুবে।
মেয়েদের কাপড় ভিঁজে আর
পুরুষের লুঙী উঠে হাটুর উপরে,

আমি গর্বিত, এই প্রাণের শহর,
জলঢাকায় থাকি বলে।
এখানে একটি রাস্তা আছে,
উপজেলা থেকে বাজার পর্যন্ত,
এটি বর্ষাকালে ড্রেন আর
গ্রীষ্মকালের ধুলোর স্বর্গরাজ্য,
এখানে স্থানেস্থানে খানাখন্দকে ভরপুর।
বর্ষাঋতুতে মনে হয় যেনো,
প্রতিটি বাড়ির সামনে প্রকৃতির অবদান
এক একটি করে সুইমিংপুল।

বাজারের কথা নাই বা বললাম,
একটুখানি বৃষ্টি হলেই
কাদাজলে মাখামাখি,
পা বাড়ানের জোঁ নেই।
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে,
রিক্সা, ভ্যান, অটো চার্জার,
তাদের স্টপেজের কোন ঠিকানা নেই,
যেনো ময়লা আবর্জনার মধ্যে
এলোমেলো কাকের দল আহার খেতে

গতিরোধক রোধক চেয়েছিলাম,
কলেজরোড, ডালিয়া রোড,
থানামোড়, পেট্রোলপাম্পে,
হয়নি, হবে কিনা জানি না।
কতৃপক্ষ উদাসিন কেন?
সে উত্তরও পাইনি খুঁজে

এটি একটি প্রিমিয়াম পোস্ট।