কেমন আছি?
লিংকন
০৮/০৮/২০১৮
সারাদিনের প্রচন্ড গরম,
উত্তপ্ত তার বাতাস,
সূর্যটা যেনো উনূন জ্বালিয়েছে,
উল্টো মুখ করে।
নেয়েঘেমে একাকার আমি,
গায়ের জামাটিরও,
শুকাবার জো নেই।
নাক মহাশয় ভয় দেখাচ্ছে,
বন্ধ হয়ে যাওয়ার,
শ্বাস - প্রশ্বাস আদান প্রদান
করবে না বলে গোঁ ধরেছে।
গলার সিক্ত ত্বক বুঝিয়ে দিচ্ছে,
একটু খানি ব্যথা আর,
টনসিলের আগমনী বার্তা।
মাঝেমাধ্যে যে একটুখানি
শীতল বাতাস ছিলো না,
আমি তা বলবো না,
তবে তা ছিলো যৎসামান্য।
সারাদিনের ব্যস্ততার ক্লান্তিতে
শরীরে ভর করেছে অবসন্নতা,
বড়ই অসার পা'দুটো।
চোখে জুটেছে রাজ্যের ঘুম,
যেনো এখনি নিদ্রাদেবী
তার কোলে আমায়,
ঘুম পাড়িয়েই ছাড়বে।
অথচ পেট চোঁচোঁ করছে,
সেই ভর দুপুর থেকে,
প্রচন্ড ক্ষুধার জ্বালায় তবে,
অরুচিতে ভরে আছে মুখটা।
এখন তুমিই বলো প্রিয়তমা ,
কেমন আছে, তোমার কবি?
এটি একটি প্রিমিয়াম পোস্ট।