পোস্টস

কবিতা

ভালো থাকি কি করে! (প্রিমিয়াম)

১০ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ভালো থাকি কি করে?
""""""""""""""""""""""""""""""""""""""""
লিংকন

আমি ভালো থাকি কি করে?
ফেসবুকের পাতা উল্টালেই
দেখি শুধু রক্তাক্ত লাশ আর লাশ।
গলা কাটা, হাত কাটা, পা কাটা,
পেট কাটা, নাড়িভুড়ি বের করা,
বিভৎস্য টুকরো টুকরো লাশ।
দেখি ক্রুশে বাঁধা জীবন্তদগ্ধ মানুষ,
কিংবা আগুনের লেলিহান শিখায়
পুড়ে যাওয়া কালো সিদ্ধ লাশ।

আমি ভালো থাকি কি করে?
ফেসবুকের পাতা উল্টালেই দেখি
ধর্ষিত বোনের রক্তাক্ত লাশ কিংবা
নগ্নদেহে হাত পা বাঁধা ঝুলানো দেহ।
দেখি ছোড়া বিদ্ধ গলাকাটা কিংবা
পানিতে ডোবানো শিশুর ক্ষতবিক্ষত লাশ।
দেখি মৃত্যু ভয়ে মাতৃভূমি থেকে
পালিয়ে আসা ক্ষুধার্ত বুভুক্ষু,
অসহায় মানুষের ক্রন্দন।

আমি ভালো থাকি কি করে?
যখন দেখি বিশ্ব বিবেক আজ
ধর্মীয় ব্যবসায়ীক রাজনৈতিক
ভৌগোলিক সর্বোপরি ক্ষমতার দাপটে
মানবিয় গুনাবলী হারিয়ে
মানুষ নামক অমানু্ষ নর খাদক হয়।

আমি ভালো থাকি কি করে?
এতো লাশ, এতো ধর্ষন, এতো রক্ত,
বিবেকহীন মানুষ আর ধর্মের লেবাসে
পিশাচদের লোভাতুর রক্তাক্ত দাঁত,
বিষাক্ত সাপের মতো ফণা আর,
শকুনীর মতো লালায়িত চোখ দেখে
আমি স্তব্ধ ভাষাহীন মানুষ হিসেবে লজ্জিত।
তাইতো আমি ভালো নেই ভালো নেই
ভালো থাকা যায় না।
১১/০৯/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।