মনটা আজ বড় উতলা,
অস্থির কাটছে সময়গুলো,
তাজা শিউলীফুলগুলো
হাতেই শুকিয়ে গেলো,
দুর আকাশে পাখিদের
আনাগোনাও কমে গেছে।
সুখগুলো যেনো কিরনমালীর মতো,
ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে।
অমাবস্যার ঘনকালো রজনীতে
আর হয়তো ইন্দুমতি উঠবে না,
উঠবে না মনের নীল গগনে।
চোখদুটো যেনো বরফ শীতল,
শবদেহের মতো তাকিয়ে আছে,
শূন্যপানে চেয়ে।
শুধু তুমি এলে না,
থেকেও শুধু হারিয়ে গেছো বলে।