পোস্টস

কবিতা

গোধুলিলগ্নে (প্রিমিয়াম)

১১ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

গোধুলিলগ্নে!

লিংকন

কোকিলা কণ্ঠ তবো যেনো
আজি কুহুকুহু তানে বাজে!
হৃদয় হরণ করিলো সখী
আজি এ বসন্ত দিনে!

এতদিন তবো কোথা ছিলে হায়!
কোথা দিয়েছিলে পাড়ি,
মরি! মরি! তবো বিনে আজি
কেমনে বলো বাঁচি!

আজি এ অবেলায়,
গোধূলিলগ্নে দেখিনু ক্ষণ তবো!
প্রভাতবেলায় এলে গো সখী!
ক্ষতি কি হতো বলো?

তবো বিহনে কেটে গেলো বেলা,
সময়ের গা'য়ে গা'য়ে !
ও গো সখী! বলো না তুমি,
এখন আমার কি হবে!

ছিলে না যখন!
ছিলো না আশা!
ছিলো না ভালোবাসা!

যখনই দেখিনু তবো!
ওগো প্রেয়ষী!
মনো মাঝে ব্যথা লাগে!
সাগরের বুকে সূর্যের মতো ওগো
আর হারিয়ে যেও না শেষে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।