মুখোশ
"""""""""""""""""""""""
লিংকন
আমরা মানুষগুলো
আবার কবে মানুষ হবো?
দেহতো মানুষেরই,
সেথা মনুষত্ব নাই।
স্বার্থের কারনে তবে
জীবনের পরতে পরতে
হিংসা বিদ্বেষ পশুত্ব
কেন ভাই ?
মানুষের রুপে জন্ম নিয়েও
মানুষতো মোরা নাই।
চল মোরা আবার
মানুষ হয়ে যাই।
This is a premium post.